ঝিনাইদহে হরিণাকুণ্ডু আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

 

ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা কার্যালয়ের ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা, দলনেত্রী ও বাছাইকৃত আনসার ভিডিপি সদস্যদের নিয়ে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ আনসার- ভিডিপির জেলা কমাডেন্ট উপ-পরিচালক মো. আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আরশেদ আলী, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্য কেএম শওকত হোসেন, সার্কেল এ্যাডজুটেন্ড এইচএম বেলাল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু ও রাষ্ট্রপতি ভিডিপি সেবা পদক প্রাপ্ত ইঞ্জি. মিরাজ জামান রাজ। প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দেশের নিরাপত্তা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে আনসার ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপনসহ প্রশংসা করেন। সমাবেশে অতিথিবৃন্দ সন্ত্রাসীদের হাতে নিহত আনসার কমান্ডার মরহুম হাতেম আলী জোয়ার্দারের স্ত্রীর হাতে একটি সেলাই মেশিন ও মাসিক ভাতার টাকা তুলে দেন। কৃতিত্বপূর্ণ ভিডিপি সদস্যকেও বাই সাইকেল উপহার দেয়া হয়। এছাড়াও সকল পর্যায়ের ওয়ার্ড দলনেতা, দলনেত্রীদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।