ঝিনাইদহে বিদ্যুতের লোডশেডিং ॥ অতিষ্ট জনজীবন

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা অঞ্চলে মাগরিবের আযান, আল্লাহু আকবার ধনিত হওয়ার সাথে সাথে বিদ্যুতের লোর্ডশেডিং দেয়াই ধর্মপ্রান মানুষ কর্তৃপক্ষের কঠোর সমালচনা করে বলেছে একটি মুসলিম রাষ্ট্রের জন্য প্রতিদিন নামাজের সময় বিদ্যুতের লোডশেডিং মোটেও কাম্য নয়। এছাড়া লাগামহীন লোডশেডিং’র কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়ছে। ডাকবাংলা বিদ্যুত উপকেন্দ্রের কর্মকর্তাদের কাছে জানতে চাইলো তারা বলেন, ঝিনাইদহ অফিস জানে আমাদের করার কিছু নেই। ঝিনাইদহ বিদ্যুত অফিসে জানতে চাইলে, তারা বলেন ঢাকা থেকে এস কাটা কেটেছে আমরা কি করতে পারি। গ্রাম অঞ্চলের গ্রাহকরা এমন কথা শুনে আরও ক্ষিপ্ত হয়ে কর্তৃপক্ষকে কটুক্তি করছেন। প্রচ- গরমে ছটফট করছে শিশু থেকে শুরু করে সকলে।এ বিষয়ে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ সরকারের নিকট জানতে চাইলে তিনি বলেন, অফিসে আসেন সরাসরি কথা হবে তাছাড়া আমি এখন জেলার বাইরে আছি।