ঝিনাইদহে প্রবাসীর ঘরে জোড়া লাগা দু কন্যা

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার লোহজং গ্রামে পেট ও বুক জোড়া লাগানো দু কন্যা সন্তানের জন্ম হয়েছে। শিশু দুটির মাথা, হাত-পা পৃথক। বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো। তাদের নাম রাখা হয়েছে লাইবা ও লাবিবা। শিশু দুটির বাবা মালয়েশিয়া প্রবাসী। তাদের মায়ের নাম তাকিয়া সুলতানা লাবণী। শিশু দুটি ও তাদের মা সুস্থ আছে।

প্রসূতির নানী রাবেয়া বেগম বলেন, গত ২৬ মার্চ যশোর শহরের একটি প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে দেহ জোড়া লাগানো জমজ কন্যাসন্তানের জন্ম হয়। জন্মের পর শিশুদের ইনকিউবেটরে রাখতে হয়। সুস্থ হলে বাড়িতে আনা হয়। তারা পৃথকভাবে খায়। পৃথকভাবে ঘুমায় ও পৃথকভাবে কাঁদে। প্রসাব পায়খানাও পৃথকভাবে করে। শিশু দুটি দেখতে লোকে বাড়িতে ভিড় করছে।

জোড়া লাগানো শিশুর মা লাবণী শিশু দুটিকে পৃথক করার ব্যাপারে বিশেষজ্ঞ চিকিত্সকের সহযোগিতা কামনা করছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শ্যামল কুমার সাহা বলেন, শিশু দুজনের হৃদপিণ্ড পৃথক হলে অপারেশনের মাধ্যমে পৃথক করা সম্ভব। তিনি ঢাকায় নিয়ে অভিজ্ঞ চিকিত্সকদের দেখানোর পরামর্শ দেন।