ঝিনাইদহে পৃথক দুটি গ্রামে সংঘবদ্ধ ডাকাত দলের হানা : গৃহকর্তাদেরকে জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলা-কোটচাঁদপুর উপজেলার সীমান্তবর্তী পৃথক দুটি গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল গৃহকর্তাদেরকে জিম্মি করে নগত অর্থ, মোবাইলফোনসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গত শুক্রবার দিনগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার গৃহকর্তা কোটচাঁদপুর উপজেলার দৌড়া ইউনিয়নের শিবনগর গ্রামের পল্লি চিকিৎসক আবুল হোসেন জানান, ঘটনার দিন মধ্যরাতে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে প্রবেশ করে এবং ডাকতে থাকে। তাদের ডাকে আমার ঘুম ভেঙে যাই। আমি বাইরে আসি। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে জিম্মি করে। মোবাইলফোন ছিনিয়ে নেয়। কয়েকজন ঘরে মধ্যে উঠে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় ঘরে থাকা নগত প্রায় ৬৬ হাজার টাকা মোবাইলফোন, কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।

একই রাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতদল হানা দিয়ে ডাকাতি করে। ডাকাতির শিকার গৃহকর্তা রমিজ উদ্দিন একই রকম তথ্য দিয়ে জানান, ঘটনার দিন মধ্যরাতে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে প্রবেশ করে এবং ডাকতে থাকে। তাদের ডাকে আমার ঘুম ভেঙে যাই। আমি বাইরে আসি। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে জিম্মি করে। মোবাইলফোন ছিনিয়ে নেয়। কয়েকজন ঘরের মধ্যে ঢুকে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় ঘরে থাকা ভুট্টা বিক্রির নগত প্রায় ২৬ হাজার টাকা মোবাইলফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনা পর গ্রাম দুটিতে ডাকাতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।