ঝিনাইদহে নারী কনস্টেবলের কাছ থেকে মোবাইলফোন ক্লোজ

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এবার টিআইএ কর্তৃক মহিলা কনস্টেবল থেকে মোবাইল ক্লোজ করা হয়েছে। ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের মুজিব চত্ত্বরে কর্তব্য পালন করা অবস্থায় ফেসবুক চালানোর অপরাধে দুজন নারী কনস্টেবল কাছ থেকে জেলা ট্রাফিক অফিসার (টিআইএ) কৃষ্ণ দাস তাদের দুজনের কাছ থেকে মোবাইলফোন ক্লোজ করে সার্জেন্ট অফিসে জমা রাখেন। জানা গেছে, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে মুজিব চত্বরে সার্জেন্ট অফিসারদের সাথে দুজন ছেলে ও দুজন নারী কনস্টেবল বিকেল থেকে রাত পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গতকাল প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার মুজিব চত্বরে এটিএসআই আসাদের সাথে দুজন ছেলে ও দুজন নারী কনস্টেবল যথাক্রমে প্রিয়া ও আনন্দি কর্তব্য পালন করা অবস্থায় টিআইএ কৃষ্ণ মুজিব চত্বরে টহল দিতে এলে দেখতে পান কনস্টেবল প্রিয়া ও আনন্দি দায়িত্ব পালন না করে চেয়ারে বসে মোবাইলফোনে ফেসবুক চালাচ্ছেন। এ অবস্থায় তিনি তাদের কাছ থেকে মোবাইলফোন দুটি ক্লোজ করে ট্রাফিক অফিসে জমা রাখেন। তবে তাদের কর্তব্য পালন শেষ হলে পুনরায় মোবাইলফোন দুটি ফেরত দেয়া হবে বলে জানা যায়।

এ ঘটনায় টিআইএ কৃষ্ণ বলেন, দায়িত্ব পালনকালে কারো কোনো আবস্থায় কোনো প্রকারই ছাড় নেই। তাদের মোবাইলফোন ক্লোজ করে ট্রাফিক অফিসে জমা রাখা হয়েছে। কর্তব্য পালন শেষ হলে পুনরায় মোবাইলফোন দুটি ফেরত দেয়া হবে। এ বিষয়ে কনস্টেবল প্রিয়া ও আনন্দি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুজিব চত্বরে কোনো প্রকার জ্যাম ও ভিড় না থাকায় আমরা দুজন গান শুনছিলাম ও ফেসবুক চালাচ্ছিলাম। কৃষ্ণ স্যার আমাদের মোবাইলফোন ক্লোজ করে ট্রাফিক অফিসে জমা রেখেছেন। ডিউটি শেষে আমারা আবার ফেরত নেবো।