ঝিনাইদহে দোয়া মাহফিলে ফুরফুরা পীরজাদা : পিতামাতাই হচ্ছে বড় পীর

স্টাফ রিপোর্টার: ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাত ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হযরত ন’হুজুর পীর কেবলা (রহ.) এর বড় সাহেবজাদা পীর আল্লাহুমা হযরত মওলানা বাকী বিল্লাহ সিদ্দিকী (রহ.) এর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিনের মুখ্য নির্দেশক পীরজাদা মওলানা মোহা. আল্লামা জবিহুল্লাহ (মাদ্দ.) সিদ্দিকী বলেছেন, পিতামাতাকে খেদমত করুন। কারণ সন্তানের জন্য পিতামাতাই হচ্ছে বড় পীর। তিনি বলেন, সিলসিলার প্রচার ও খেদমতের মাধ্যমে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা (রহ.) এর আদর্শকে সমুন্নত রাখতে হবে। পীরজাদা মওলানা মোহা. আল্লাহুমা জবিহহুল্লাহ (মাদ্দ.) সিদ্দিকী গতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহের ব্যাপারীপাড়াস্থ সায়াদাতিয়া খানকা শরীফে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন। এ সময় পীরজাদার একমাত্র ভাগিনা সৈয়দ হাম্মাদ হুসেন উপস্থিত ছিলেন। মাওলানা হাসান মাহমুদের সভাপতিত্বে দোয়ার মাহফিলে মাওলানা আবুল হোসেন, মাওলানা আব্দুল ওহাব, মাওলানা দোলোয়ার হোসেন, এসএম বিল্লাহ রিন্টু, রফিক আহম্মাদ, রানা আফসারী প্রমুখ উপস্থিত ছিলেন। পীরজাদা আরো বলেন, নিয়মিত নামাজ আদায় ও জিকিরের মাধ্যমে অন্তরের কালিমা দূর করতে হবে। অন্তর পরিষ্কার হলেই আল্লাহ পাককে পাওয়া যাবে। তিনি ভক্ত মুরিদানদের ফুরফুরা শরীফের সিলসিলাকে আঁকড়ে ধরে থাকার পরামর্শ দিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের নীতি ও আদর্শকে ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তুলতে হবে। তিনি ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা (রহ.) প্রবর্তিত ২১, ২২ ও ২৩ ফাল্গুন ইছালে ছওয়াবে শরীক হবার জন্য মুরীদ, ভক্ত ও অনুরাগীদের প্রতি আহ্বান জানান। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ঝিনাইদহ ত্যাগ করে এদিন সন্ধ্যায় পীরজাদা ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরনী গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে এক দোয়া মাহফিলে শরীক হবেন বলে জমিয়তে জাকেরীনের বাংলাদেশের প্রচার সচিব সাংবাদিক আসিফ ইবকাল কাজল জানান।