ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

 

ঝিনাইদহ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে আব্দুল আজিজ (৬০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার রাতে সদর উপজেলার পাকা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাকা গ্রামের আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে আজিজ রিকশাভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় রিকশাভ্যানে বসে থাকা আজিজের পায়ে একই গ্রামের মতিয়ার রহমানের বাইসাইকেলের আঘাত লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তারা দুজনেই বাড়ি চলে যান। কিছুক্ষণ পর আবারও আজিজ কোনো কাজে বাড়ি থেকে পাঁকা গ্রামের বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাজারের কাছে মতিয়ারের লোকজন হাতুড়ি দিয়ে আজিজকে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় আজিজকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সোমবার বিকালে আব্দুল আজিজ ভ্যানযোগে নারিকেলবাড়িয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই গ্রামের মতিয়ার রহমান বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মতিয়ার রহমান ভ্যানকে ওভারটেক করার সময় ভ্যানে বসা আব্দুল আজিজকে ধাক্কা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। রাত ৮ টার দিকে আব্দুল আজিজ বাজারের চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় মতিয়ারের লোকজন তার ওপর হামলা করে। পিটুনীতে আব্দুল আজিজ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।