ঝিনাইদহে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন বিষয়ক কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা. কানিজ হোসেন জাহান, সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা। অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক, সুশীল সমাজ, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সেই সাথে অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ১৭টি সুচক বাস্তবায়নে সমস্যা, সমাধান ও ভবিষ্যত করণীয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ৭০তম অধিবেশনে ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জনে ১৭টি সূচক নির্ধারণ করা হয়।