ঝিনাইদহে ‘ঝিনুকদহ ভাষা পরিষদের’ ৩ দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চড়ূইভাতি কর্মসূচি সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ঝিনুকদহ ভাষা পরিষদ ঘোষিত ৩ দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিলো শীতবস্ত্র বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চড়ূইভাতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। সালাউদ্দীন গাউজ গোর্কি’র সভাপতিত্বে নারী নেত্রীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী রওশন আরা, আতিকা ইসলাম, মিনা রহমান, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনূর আলম লিটন, কেএম সাইফুজ্জামান শিমুল প্রমুখ। ফেসবুকে ২১ হাজার সদস্যের পরিবার ঝিনুকদহ ভাষা পরিষদ ও যুব আহ্বানের পক্ষ থেকে অনুষ্ঠানটিতে পৌর মেয়রকে নবগঙ্গা নদী রক্ষায় আন্তরিক পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়।