ঝিনাইদহে খাঁটি নিরাপদ দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন পৌর মেয়র

ঝিনাইদহ প্রতিনিধি: “দুধ পানে অভ্যাস গড়ি, পুষ্টি চাহিদা পূরণ করি” এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সরাসরি দুগ্ধ খামারীদের নিরাপদ দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরের টিএনটি অফিসের সামনে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, ভেটেরিনারী সার্জন ডা. পরিতোষ চন্দ্র মিত্র, ডেইরী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কাজি ফারুকসহ খামারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে ডেইরী অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এখন থেকে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই স্থানে প্রতিকেজি ৬০ টাকা দরে দুধ বিক্রয় হবে। জেলার খামারীদের দেয়া দুধ পরীক্ষা শেষে ভোক্তাদের কাছে বিক্রয় করা হবে। খামারীদের দেয়া দুধে কোনো প্রকার ভেজাল থাকলে তা বিক্রয় করা হবে না বলে জানিয়েছেন জলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান।