ঝিনাইদহে কমিউনিটি পর্যায়ে নিরাপদ অভিবাসনের আলোচনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কমিউনিটি পর্যায়ে নিরাপদ অভিবাসনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাইটস যশোরের আয়োজনে গতকাল মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন। বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, পুলিশের ওসি (ডিবি) শামছুদ্দোহা, ঝিনাইদহ টিটিসির আসুদুজ্জামান। জেলা পর্যায়ে নিরাপদ অভিবাসনের আলোচনায় এছাড়া আরও উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজাহারুল ইসলাম, ডিস্ট্রিক কোঅর্ডিনেটর জাহিদুজ্জামান সেলিম, ফিল্ড ফ্যাসিলেটর আক্তারুজ্জামান সিদ্দিক, জেলা জনশক্তি কর্মসংস্থানের সহকারী পরিচালন সবিতা রানী, জেলা তথ্য অফিসার আবুবক্কর সিদ্দিক, উই’র পরিচালক নারী নেত্রী শরিফা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাংবাদিক জাহিদুর রহমান তারিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন প্রমুখ।