ঝিনাইদহে অঙ্কুুর নাট্য একাডেমিকে সংবর্ধনা সিও সংস্থার

ঝিনাইদহ প্রতিনিধি: শনিবার রাতে ঝিনাইদহে সিও কনভেনশন সেন্টারে অঙ্কুর নাট্য একাডেমি ভারত সফরে ২০ সদস্য বিশিষ্ট নাটকের কলাকৌশলী ও শিল্পীদল বিভিন্ন প্রেক্ষাগৃহে সফলতার সহিত নাটক মঞ্চস্থ করে দেশে ফিরে আসায় সিও সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। সিও সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন অঙ্কুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, প্রভাষক সাইফুল ইসলাম, ভূমি কর্মকর্তা জামাল হোসেন, বিশিষ্ট নাট্যকার ইসাহাক আলী, তাসলিমা আক্তার তিন্নি, সাজ্জাদ আহমেদ, সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও প্রতিষ্ঠানের উপ-নির্বাহী পরিচালক নাছির উদ্দিন, প্রকল্প পরিচালক ঋণ ওহিদুর রহমান, সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, জোনাল ম্যানেজার রেসাউল আজম, সরোজ কুমার দাস, হিসাবরক্ষক বদরুল আমিন, শরিফুল ইসলাম, শাহানাজ পারভীন, ম্যানেজার শহিদুল ইসলাম, জোনাল হিসাবরক্ষক আমিনুর রহমান, ময়না খাতুন, নাসিমুল ইসলাম, আইটি প্রধান রুহুল্লাহ, জনি আহমেদ, মহিদুল ইসলাম, শামিম হোসেন প্রমুখ। অঙ্কুরের বক্তাগণ এমন মহৎ উদ্দ্যোগকে সাধুবাদ জানান। বক্তাগণ সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে ও দেশের উন্নয়নের লক্ষে সততা ও নিষ্ঠার সহিত কাজ করার পরামর্শ দেন। আলোচনা শেষে সংবর্ধনা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখের আয়োজন করা হয়।