ঝিনাইদহের হলিধানীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় আহত ৪

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় শিশুসহ চারজন আহত হয়েছেন। বুধবার ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ওই বাড়ি থেকে তিনটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বুধবার ভোরে একদল ডাকাত হলিধানী বাজার সংলগ্ন সৌদি প্রবাসী আলী আহম্মেদের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনকে বেধড়ক পিটিয়ে নগদ টাকা, সোনার গয়নাগাটি, মোবাইল, ট্যাব, বিমানের টিকিটসহ দু লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। তাদের হামলায় ফজলুর রহমানের স্ত্রী জাহান বেগম (৩৫), আলী আহম্মেদের ছেলে সৌদি প্রবাসী রফিকুল ইসলাম (২৮), তার স্ত্রী সাবিনা খাতুন (২২) ও তিন বছরের ছেলে আব্দুল্লা আহত হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্পব কুমার নাথ জানান, ঘটনাস্থল থেকে তিনটি কালো ট্যাপ মোড়ানো বস্তু উদ্ধার করা হয়েছে, যা আতঙ্ক সৃষ্টি করার জন্য ছুড়েছিলো ডাকাতদল। এ ঘটনায় জড়িত সন্দেহে শরিফুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও হলিধানী ও সাগান্না ইউনিয়নের সৌদি এবং কুয়েত প্রবাসীর বাড়িতে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে।