ঝিনাইদহের সড়কগুলো যানবহন চলাচলের আনুপযোগী

বাজর গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ জেলা উপজেলার সড়কগুলো খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিনেও সংস্কার না করার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার মোট সড়কের দৈর্ঘ্যের পরিমাণ ১৭ হাজার ৭শ ৭০.৬৭ কিলোমিটার। এখানে পাঁকা রাস্তা ১২ হাজার ৭শ ১২.৬৭ কিলোমিটার। কাঁচা রাস্তা ৫ হাজার ৫৮ কিলোমিটার। ৪টি মহাসড়ক ৭৫.৫৬ কিলোমিটার। ২টি আঞ্চলিক মহাসড়ক ৫০ কিলোমিটার। ৪টি জেলা সড়ক ২শ ৭৬.৬৪ কিলোমিটার। এছাড়া একটি এলজিইডি সড়ক ৩.৪৭ কিলোমিটার। কিন্তু এ সড়কগুলো দীর্ঘদিনেও সংস্কার না করার কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কগুলো দিয়ে যানবহন চলাচলের আনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে ঝিনাইদহের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, বরাদ্ধ পেলে গুরুত্বের দিক থেকে বিবেচনা করে সড়কগুলো সংস্কার করা হবে।