ঝিনাইদহের সিও সংস্থার উদ্যোগে সমাজসেবা উপপরিচালকের বিদায়

ঝিনাইদহ প্রতিনিধি: গত সোমবার সকালে ঝিনাইদহ সিও সংস্থা কর্তৃক আয়োজিত জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল জলিল খানের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা শহরের চাকলাপাড়ায় সিও কনভেনশন সেন্টারে এ বিদায় সংবর্ধনার অয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, প্রকল্প পরিচালক ওহিদুর রহমান, ট্রেনিং অ্যান্ড রিসোর্সের সরোজ কুমার দাস, অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মাফিদুন্নেছা শিলা, প্রধান কার্যালয়ের হিসাবরক্ষক বদরুল আমিন, সহকারী হিসাবরক্ষক এসএম নাছিমুল ইসলাম, জোনাল হিসাবরক্ষক আমিনুর রহমান, আইটি অফিসার সোহেল পারভেজ (সোহাগ), মাযহারুল ইসলামসহ সিও সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা অফিসের, রেজিস্টার কর্মকর্তা ইয়াসমিন সুলতানা এ্যানি ও সরকারী শিশু পরিবার (বালিকা)’র উপতত্ত্ববধায়ক শারমিন জাহানসহ অনেকে। এসময় বিদায়ী আব্দুল জলিল খানকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান। অনুষ্ঠানে আব্দুল জলিল খান সিও সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও সিও সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ দেন। তিনি আরও বলেন, সিও সংস্থা যে উদ্দেশে তাদের কর্ম পরিচালনা করছেন তা যেন সফল হয়। আরও দুর্গম এলাকায় যাতে তাদের সেবা পৌঁছে দিতে পারে এ কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠান শেষে সভাপতি সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।