ঝিনাইদহের সাধুহাটিতে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময়

 

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় গতকাল বেলা ৪টায় সাধুহাটি মোড়ে চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জনাব গোপিনাথ কানজিলাল, সহকারী পুলিশ সুপার ঝিনাইদহ, বিশেষ অতিথি ছিলেন জনাব হাসান হাফিজুর রহমান অফিসার ইনচার্জ সদও ঝিনাইদহ, আওয়ামী লীগের সভাপতি রেজাউল মণ্ডল,সাধারণ সম্পাদক খলিলুর রহমান,আব্দুল মান্নান,রফিউদ্দীন বিশ্বাস, এএসআই আবুল বাসার উদ্দীন, সহকারী অধ্যক্ষপক গোলাম হোসেন ও এস আই ইসমাইল। অনুষ্টানটি সার্বীক সহযোগীতা করেন ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএস আই সাব্বির হোসেন। প্রধান অতিথি বলেন আমরা আপনাদের সহযোগীতা কামনা করি যদি আপনারা আমাদের সহযোগীতা করেন তবে সমাজে জঙ্গীবাদ ও সন্ত্রাস মাথা চাড়াদিয়ে উঠতে পারবে না। আপনারা আপনাদের সন্তানদের খোঁজ খবর রাখবেন তারা কি করছে,কোখন বাড়ি আসছে। আমাদের অভিগ্যতা থেকে পেয়েছে সমাজে যতোগুলো অপরাধি পেয়েছি সবগুলোই ১৮ থেকে ২০ বছরের ছেলেরা এর সাথে যুক্ত।স্বাধীনতা বিরধীরা এখনো দেশের শান্তী নষ্ট করতে যড়ন্ত করছে। ইসলাম মানুষ হত্যকরতে বলে না ইসলাম শান্তীর ধর্ম,ধর্মের নামে যারা অসান্তী করবে তাদের ছাড় দেবোনা।