ঝিনাইদহের বাজারগোপালপুরে আদমবেপারির খপ্পড়ে পড়ে এক যুবক নিঃস্ব

 

স্টাফ রিপোর্টার: আদমবেপারির খপ্পরে পড়ে ঝিনাইদহের বাজারগোপালপুরের জসিম উদ্দিন নামের এক যুবক নিঃস্ব হয়ে পড়েছেন। এ বিষয়ে আদমবেপারি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের ইসারত আলীর ছেলে জসিম উদ্দিন ভালো চাকরি ও বেশি বেতনে বিদেশ যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেন। এরই মধ্যে জেলার কোটচাঁদপুর উপজেলার দৌড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের রিশারত আলীর ছেলে আব্দুস কুদ্দুসের খপ্পড়ে পড়েন। তিনি জসিম উদ্দিনকে বলেন, তার ভাই আকরব আলী মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছেন। তিনি মালয়েশিয়ায় একটি ভালো কোম্পানিতে কাজ করেন। সেই কোম্পানিতে কয়েকজন শ্রমিক লাগবে। যা তার ভাই আলী আকবর সাথে করে নিয়ে যাবেন। তার এই কথা বিশ্বাস করে জসিম উদ্দিন জায়গা জমি বন্ধক, ধার-দেনা করে সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করেন। এরপর ২০ নভেম্বর আকবর আলী ঢাকায় নিয়ে যান এবং ভিসার নামে একটি কাগজ হাতে দেন। ২১ নভেম্বর জানান, ফ্লাইট হতে আরও কয়েক দিন দেরি হচ্ছে বলে তাকে নিয়ে গ্রামে ফিরে আসেন। এরপর তার ভাই আলী আকবর নিজে মালয়েশিয়ায় চলে গেছেন। আদমবেপারি আব্দুল কুদ্দুস বিদেশ পাঠানো ও টাকা ফেরতের নামে নামে নানা টালবাহানাসহ হরনারি করাও হুমকি দিচ্ছে বলে অভিযোগে জানা গেছে।