ঝিনাইদহের ডাকবাংলা আব্দুর রউফ কলেজে শিক্ষক নিয়োগে অর্থবাণিজ্যের অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে নিয়োগ বাণিজ্য নিয়ে কলেজ কমিটির সদস্যরা বিভক্ত হয়ে পড়েছেন। কমিটির একাংশ এ ঘটনায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন। এদিকে শুক্রবার কলেজে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযোগ উঠেছে যাদের নিয়োগ দেয়া হবে তাদের কাছ থেকে আগেই ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এই টাকা কলেজের হেডক্লার্ক রওশন আলী আদায় করছেন বলে শোনা যাচ্ছে।

সূত্র জানায়, কলেজ কমিটির চারজন সদস্যকে না জানিয়ে সম্পূর্ণ গোপনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ঘটনায় অভিযোগকারীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতিও অনাস্থা ঘোষণা করেছেন। কলেজের অভিভাবক প্রতিনিধি সাধুহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, পরীক্ষার আগেই প্রার্থীর কাছ থেকে টাকা নিলে মেধাবী শিক্ষক পাওয়া সম্ভব নয়।