ঝিনাইদহের কোটচাঁদপুরে কলাগাছ কেটে সাবাড়

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কোটচাঁদপুরের সাবদারপুর মাঠের জাকির হোসেন নামের এক কলাচাষির দু বিঘা ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

ভুক্তভোগী চাষি জাকির হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে এলাকার শুকুর আলী, দেলোয়ার, সোহরাব, এরশাদ আলী গাছের কাঠাল কেটে দেয়। এ নিয়ে তাদের সাথে বাগবিতণ্ডা হলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় পরশু রাতে আমার ২ বিঘা কলাগাছের মধ্যে ৩/৪শ কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে কলাচাষি জাকির হোসেনের আনুমানিক ১ লাখ ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। তিনি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার কর্মকর্তার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। জাকির হোসেন কোটচাঁদপুরের সাবদারপুর গ্রামের শেখ খয়ের উল্লাহর ছেলে।