ঝিনাইদহের কালীগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ২ কাউন্সিলর প্রার্থী

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থিতা বাতিল হওয়া ২ বিএনপি প্রার্থী উচ্চ আদালতে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন ২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মিজানুর রহমান ও ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন।

প্রার্থীরা জানান, ২০ মার্চ অনুষ্ঠিতব্য কালীগঞ্জ পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাইকালে উপজেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়ন পত্র ত্রুটিজনিত কারণে বাতিল ঘোষণা করেন। পরে উভয় প্রার্থী জেলা রিটার্নিং অফিসার ও ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে সেখানেও তাদের পার্থিতা বাতিল হয়। প্রার্থীতা ফিরে পাওয়ার লক্ষ্যে উচ্চ আদালতে আপিল করলে গতকাল মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে প্রার্থী মিজানুর রহমান ও আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। পৌর বিএনপির সহ-সভাপতি মিজানুর রহামান এবং পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রার্থিতা ফিরে পাওয়ায় তারা ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।