ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের রমরমা বাণিজ্য!

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্যের রমরমা বাণিজ্য ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। শহর হতে গ্রাম অঞ্চলের প্রত্যেকটি জায়গায় মাদকদ্রব্য প্রকাশ্যে কেনা-বেচা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নীরব ভূমিকা এবং রাজনৈতিক নেতাদের সহায়তায় এমন অবাধে মাদক বিক্রি-চোরাচালানের সুযোগ পাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা। স্থানীয় পর্যায়ে প্রতিবেদন করতে গিয়ে জানা গেছে এ মাদকের প্রধান রক্ষাকারীরা নেতাকর্মীরা।

অভিযোগ রয়েছে, মাদক বিক্রেতার কাছ থেকে দলীয় নেতারা এবং কিছু প্রশাসনের লোক মাসোহারা নিয়ে থাকেন। ফলে মাদকের দাবানলে কালীগঞ্জ জ্বলছে, নষ্ট হচ্ছে অসংখ্য জীবন। শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ সর্বক্ষেত্রে কালীগঞ্জ এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় স্কুল, কলেজসহ শ্রমজীবী-চাকরিজীবী অনেকের আজ মাদকের ভয়াবহতার শিকার হচ্ছে মাদকের সহজলভ্যতার ফলে। প্রতিদিন কালীগঞ্জে, বাসটার্মিনালের পেছনে, নতুনবাজার, পাইকপাড়া, দরগাপাড়া, কলাহাটা মোড়, কাশিপুর, নিশ্চিন্তপুরসহ ৫টি স্পটে মাদক বিক্রি হয়ে থাকে। এসব মাদক যশোর চৌগাছাসহ দেশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, মাইক্রোবাসযোগে আনা হয়। এমনকি চায়ের দোকানে, হোটেল রেস্তোঁরায় গোপনে বিক্রি হয়ে থাকে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।