ঝিনাইদহের কালীগঞ্জে অ্যালকোহল পান প্রতিরোধে চালকদের পরীক্ষা

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাক-লরি চালকদের অ্যালকোহল (মদ) পান প্রতিরোধে চালকদের পরীক্ষা করছে বারবাজার হাইওয়ে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজার এলাকায় চালকদের এ পরীক্ষা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, পুলিশের হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তুলারাপুর হাইওয়ে ট্রাফিক পুলিশের ওসি শেখ মাহফুজার রহমান বলেন, মহাসড়কে দ্রুত গাড়ি চালনার দায়ে খুলনাগামী গড়াই পরিবহনের চালক রাকিবকে (৩৫) এক মাসের কারাদ- দেয়া হয় ভ্রাম্যমাণ আদালতে। চালকদের মাদক থেকে বিরত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।