জোড় ইজতেমায় আরেক মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার: টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে জোড় ইজতেমায় আসা আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে মৃত হাফিজুর রহমানের (৬৫) বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরে। এ নিয়ে জোড় ইজতেমায় আসা তিন মুসল্লির মৃত্যু হলো। আগে মারা যান যশোরের কেশবপুর উপজেলার আলতাপুল গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫) এবং মাদারীপুর সদরের মাধববাড়ির কদম হাজি হাওলাদার (৬০)।  টঙ্গী থানার উপপরিদর্শক সাজেদা লতা জানান, বার্ধক্যজনিত রোগে ভোরে হাফিজ উদ্দিনের মৃত্যু হয়েছে। বাদ আছর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জানাজা নামাজ শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়। ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, গত শুক্রবার সকালে বিশ্ব ইজতেমা মাঠে ভারতের মাও. ইব্রাহিমের বয়ানের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপি জোড় ইজতেমা শুরু হয়। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ জোড় ইজতেমা শেষ হবে। এবার এখানে দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লি অংশ নেন বলে তিনি জানান। বিশ্ব ইজতেমা শুরু আগে প্রতিবছর জোড় ইজতেমা হয়। আগামী জানুয়ারির শেষ সপ্তায় বিশ্ব ইজতেমা শুরু হয়ে দু দফায় শেষ হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তায়।