জোড়া খুন : এমপিপুত্রের বিচার শুরু

স্টাফ রিপোর্টার: রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।রোববার ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ সামছুন নাহার এ মামলায় রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১১ এপ্রিল দিন ঠিক করে দেন। আসামি রনি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও তা নাকচ করে দেন বিচারক। বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে হুইল চেয়ারে করে আদালতে নিয়ে আসা হয় রনিকে। দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগটি পড়ে শোনানো হলে বখতিয়ার আলম রনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

আদালতে আসামিরপক্ষে ছিলেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু; রাষ্ট্রপক্ষের ছিলেন এস এম জাহিদ সরদার। গত বছর ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে গাড়ি থেকে ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে আবদুল হাকিম নামের এক রিকশাচালক এবং ইয়াকুব আলী নামের এক অটোরিকশাচালক আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।