জেলা প্রশাসক যখন পরিচ্ছন্নকর্মী!

 

 

স্টাফ রিপোর্টার: একেরপর এক দুর্নীতি বিরোধী অভিযানের পর কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলালহোসেন এবার নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। গতকাল বুধবার সকালে নিজদফতর জেলা প্রশাসনের কার্যালয় থেকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করাহয়।জেলা প্রশাসনের কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নিজেই হেঁসোহাতে নিয়ে মাঠে নেমে পড়েন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কার্যালয়েরসামনের বেড়ে ওঠা ঘাস ও আবর্জনা হেঁসো দিয়ে কেটে পরিষ্কার করা শুরু করেন। এসময় জেলা প্রশাসনের কার্যালয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আসাবিচার প্রার্থী শত শত মানুষ জেলা প্রশাসকের হেঁসো হাতে নিয়ে আবর্জনাপরিষ্কার করার দৃশ্য স্বচক্ষে অবলোকন করে বিস্মিত হন।প্রশাসনেরকর্মকর্তা-কর্মচারী ও রাজনীতিবিদদের সাথে নিয়ে বেশ কিছু সময় জেলা প্রশাসকসৈয়দ বেলাল হোসেন তার কার্যালয়ের সামনের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।এ সময় তার সাথে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উলফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, এডিএমআনারকলি মাহাবুবসহ সকল পর্যায়ের কর্মকর্তাগণ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারাউপস্থিত ছিলেন।জেলা প্রশাসকের এ অভিযানকে সুধুবাদ জানাচ্ছেন সাধারণমানুষ। এ প্রসঙ্গে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নিজ দফতর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতাঅভিযান শুরু করলাম। নিজে না করে অন্য কাউকে বলা শোভা পায় না, তাই নিজে মাঠেনামলাম।