জেলা পরিষদ নির্বাচনের সম্ভাবনা নেই: সৈয়দ আশরাফ

 

স্টাফ রিপোর্টার: জেলাপরিষদ নির্বাচনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দআশরাফুল ইসলাম। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষেজেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে স্থানীয় সরকার সংক্রান্ত বৈঠক শেষেতিনি সাংবাদিকদের বলেন, আপাতত জেলা পরিষদ নির্বাচনের সম্ভাবনা নেই। জেলানির্বাচন নিয়ে এখন আমরা মাথাও ঘামাচ্ছি না।এলজিআরডিমন্ত্রী বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের বরখাস্তের ক্ষমতা এমপি-মন্ত্রীদের হাতেই থাকছে।স্থানীয় পর্যায়ে যতো সরকার কম থাকবে ততোই মঙ্গল মন্তব্য করে তিনি বলেন, একদেশে অনেক বেশি সরকার থাকলে ঝামেলা বেশি, খরচও বেশি। তাই এ বিষয়টি নিয়েসামনে ভাবতে হবে।সৈয়দ আশরাফ বলেন, স্থানীয় সরকারে অনেক প্রতিষ্ঠানরয়েছে। ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা, উপজেলা পরিষদ তারপর সিটি কর্পোরেশন আছে।সেখানে নতুন করে আরো প্রতিষ্ঠান বাড়ালে ব্যয় বাড়বে।জেলাপরিষদ নির্বাচন প্রসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জেলা পরিষদের ক্ষমতানির্ধারন না করে এতো বড় নির্বাচন করা ঠিক হবে না। বর্তমানে জেলা পরিষদেরজন্য যে বাজেট হয়, তা তৃতীয় শ্রেণির পৌরসভার বাজেটের চেয়েও কম। আমরা জেলাপরিষদ চেয়ারম্যানদের ঠুটো জগন্নাথ বানাতে চাই না।