জেলা পরিষদের এক পরাজিত সদস্য প্রার্থী হারার পর টাকা আদায়ে ভোটারদের তাগিদ

কুড়–লগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন শেষ হলেও পরাজিত প্রার্থীরা টাকা আদায়ের জন্য এক প্রার্থী নতুন করে মাঠে নেমেছেন। পরাজিত প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কুড়–লগাছি ইউনিয়নের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য মোছা. মাসুরা খাতুন ওই পরাজিত প্রার্থীর কাছে মোটা অঙ্কের টাকা নেন ভোট দেয়ার শর্তে কিন্ত পরাজিত প্রার্থী কোনো ভোট না পাওয়ায় নতুন করে টাকা আদায়ে মাঠে নেমেছেন।
এ বিষয়ে মাসুরা মেম্বার বলেন, আমি টাকা নিয়েছি ভোট দেবার শর্তে কিন্ত অন্য প্রার্থী বেশি টাকা দেয়ার কারণে আমি ভোট দিতে পারিনি তাই বলে টাকা ফিরিয়ে দিতে পারবো না। এদিকে পরাজিত প্রার্থী টাকা আদায়ের জন্য নিয়মিত কুড়–লগাছি ইউনিয়ন পরিষদে আসাযাওয়া করছেন।