জেলায় জেলায় ১৯ দলের প্রতিবাদ সমাবেশ ৯ই জুন

স্টাফ রিপোর্টার: সারাদেশে গুম-খুন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরপ্রতিবাদে আগামী ৯ই জুন দেশব্যাপি জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশ করবেবিএনপির নেতৃত্বাধীণ ১৯ দলীয় জোট। গতবুধবার রাতে জোটের বৈঠকে নেয়া সিদ্ধান্তঅনুযায়ী এ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্মমহাসচিব রিজভী আহমেদ। গতকাল দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একসংবাদ সম্মেলনে তিনি বলেন, ৪ঠা জুন জোটের বৈঠকে ৬টি সিদ্ধান্ত হয়েছে।সিদ্ধান্তগুলো হচ্ছে- ৯ই জুন জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশ এবং নির্দলীয়সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। এছাড়া গুম-খুনেরবৃদ্ধি ও এ ঘটনায় ৱ্যাব জড়িয়ে পড়ায় তার নিন্দা প্রস্তাব, ঢাকা মহানগরীতেবিরোধী দলকে সভা-সমাবেশ করার অনুমতি দাবি, মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্যনিহতের ঘটনায় শোক, আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংবাদসম্মেলন থেকে বিরোধী জোট নেতা খালেদা জিয়ার ব্যাপারে তথ্যমন্ত্রী হাসানুলহক ইনুর মন্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়।