জুলাইয়ে রেমিটেন্সে রেকর্ড

 

 

স্টাফ রিপোর্টার: চলতিবছরের জুলাই মাসে সবচে বেশি রেমিটেন্স এসেছে। এ সময় প্রায় ১৪৮ কোটি ডলারপাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা দেশের রেমিটেন্সের ইতিহাসে রেকর্ডসৃষ্টি করেছে।বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের জুলাইয়েপ্রব‍াসী আয় গত জুন মাসের তুলনায় প্রায় ১৫ দশমিক ১৯ শতাংশ এবং বিগত বছরেরজুলাই মাসের তুলনায় ১৯ দশমিক ৬৭ শতাংশ বেশি। জুলাই মাসে প্রায় ১৪৮ কোটিডলার রেমিটেন্স এসেছে। বিগত বছরের জুলাই মাসের ১২৩ কোটি ৮৪ লাখ ডলারপ্রবাসী আয় হয়।বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভঅ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমানজানান, মূলত রোজার ঈদ সামনে রেখে প্রবাসীরা দেশে তাদের পরিববার-পরিজনেরকাছে বেশি অর্থ পাঠানোয় রেমিটেন্স প্রবাহ এ নতুন মাইলফলক ছুঁয়েছ।