জীবনের সংশয় থাকায় কোলকাতায় এসেছি : নূর হোসেন

 

মাথাভাঙ্গা মনিটর: নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন দাবি করেছেন, তার জীবনের সংশয় থাকায় তিনি বাংলাদেশ থেকে কোলকাতায় চলে এসেছেন।গতকাল সোমবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয়হাকিমের আদালত প্রাঙ্গণে তিনি প্রিজন ভ্যান থেকে নামার পর সাংবাদিকদের কাছেনূর হোসেন এমনটাই দাবি করেন। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ২টার দিকে নূর হোসেন ও তারদু সঙ্গী ওহিদুর রহমান ও খান জামানকে ফের আদালতে তোলা হয়।১৪দিনের জেল হেফাজত শেষে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে তাদের দমদমকেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতের হেফাজতখানায় নিয়ে আসাহয়।নূর হোসেন গত ১৪ জুন গ্রেফতার হওয়ার পর এখনো আদালতে জামিনেরপ্রার্থনা করেননি। তবে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, তার আত্মীয়-স্বজনকোলকাতায় এলে তিনি জামিনের আবেদন করবেন। এখানে তাকে ষড়যন্ত্রমূলকভাবেমামলায় জড়ানো হয়েছে।৭ জুলাই নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিনের আবেদন করলেও ১৪ জুলাই মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় তা খারিজ করেন।কোলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকারইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেন ও তার দু সঙ্গী খানসুমন ও ওহিদুর জামান শামীম গ্রেফতার হন। বাগুইহাটি থানার পুলিশেরসহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস)সদস্যরা তাদের গ্রেফতার করেন।