জীবননগর হাসাদাহে যাত্রীর হাতে মারপিটের শিকার বাস সুপারভাইজার

জীবননগর ব্যুরো: জীবননগর হাসাদাহে গাড়ির ভাড়া দেয়াকে কেন্দ্র করে এক যাত্রীর হাতে সুপারভাইজার মারপিটের শিকার হয়েছেন। বিচার চেয়ে জীবননগর-কালীগঞ্জ সড়কে আধাঘণ্টা বাস চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে অভিযুক্ত যাত্রী কাদের মোল্লাকে আটক করে। পরে ওই রাস্তায় বাস চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, জীবননগর থেকে কালীগঞ্জগামী যাত্রীবাহী মোহনা পরিবহনটি (বগুড়া-জ-১১-০০৯৯) ছেড়ে যায়। গাড়ির ভাড়া দেয়াকে কেন্দ্র করে হাসাদাহ মোল্লাপাড়ার শামসুদ্দিন মোল্লার ছেলে কাদের মোল্লার বাগবিতণ্ডা শুরু হয়। এক সময় যাত্রী কাদের মোল্লা তার গন্তব্যে হাসাদাহে পৌঁছে গাড়ির সুপারভাইজার শাহীনকে বেধড়ক মারপিট আহত করেন। এ অবস্থায় বাসচালক রাস্তায় বাস দিয়ে ব্যারিকেড দিলে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আধাঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিলে বাস চলাচল স্বাভাবিক করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাদের মোল্লাকে আটক করে।