জীবননগর সেনেরহুদায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধীসভায় এমপি টগর

 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করতে হবে

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। হতদরিদ্র মানুষ ভিজিএফ ভিজিডির মাধ্যমে খাদ্য সামগ্রী পাচ্ছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে হাতে পাচ্ছে বই। দেশে আজ বিদ্যুতের চাহিদা বহুলাংশে পূরণ করা হয়েছে। ডিজেল ও সারের জন্য কৃষকদের আজ আর লাইন দিতে হয় না। দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে একটি চক্র দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিতে চাচ্ছে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ থেকে সন্ত্রান ও জঙ্গিবাদ নির্মূল করতে সম্মিলিতভাবে সকলকে কাজ করার আহ্বান জানান।

উথলী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুস শুকুর সরকার ও আব্দুল খালেক। এর পূর্বে প্রধান অতিথি সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উথলী বাজারপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর আরও একটি সভায় যোগদান করেন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বক্তব্য রাখেন।