জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল

 

জীবননগর ব্যুরো: নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান প্রতিরোধে জীবননগর উপজেলা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল দিয়েছে। গত বুধবার রাতে মেদিনীপুর থেকে রাজাপুর পর্যন্ত ৫ কিলোমিটার সীমান্ত জুড়ে ৩ ঘণ্টাব্যাপি এ টহল দেয়া হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান বন্ধ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে গত বুধবার রাতে সীমান্তের ৬৩/১এস পিলার থেকে ৬৪/১এস পিলার পর্যন্ত বিজিবি-বিএসএফ যৌথ টহল দেয়। টহলকালে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম ও বিএসএফের পক্ষে টুঙ্গি কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সতীন্দার শিং।