জীবননগর সীমান্তবর্তী মসজিদে বিজিবির পাচারবিরোধী প্রচারণা

 

জীবননগর ব্যুরো: নারী ও শিশু পাচার, মাদকপাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে গতকাল শুক্রবার জুমার দিনে মসজিদে বিজিবি প্রচারণা চালিয়েছে। উপজেলার সীমান্ত মসজিদে খুতবার পূর্বে জনসচেতনতা সৃষ্টিতে এ প্রচারণা চালানো হয়।

বিজিবি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল উপজেলার বেনীপুর, মেদিনীপুর, নতুনপাড়া, গয়েশপুর, ধোপাখালী ও রাজাপুর মসজিদের ইমামদের সহযোগিতায় সংশ্লিষ্ট বিওপির কমান্ডারগণ খুতবার পূর্বে পাচারবিরোধী বক্তব্য রাখেন। বিজিবি কর্মকর্তাগণ নারী ও শিশু পাচার প্রতিরোধসহ ভারত হতে আসা মাদকদ্রব্য বন্ধে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধেও সীমান্তবাসীর সহযোগিতা কামনা করা হয়। বিজিবি কমান্ডারগণ বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে হলে আবশ্যই আমাদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা বন্ধ করতে হবে।