জীবননগর মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দিনব্যাপী ভাষার শুদ্ধায়নে প্রশিক্ষণ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার বাংলা বিষয়ের শিক্ষকদের ভাষার শুদ্ধায়ন ও প্রমিত ব্যবহার বিষয়ের ওপর দিনব্যাপি প্রশিক্ষন প্রদান করা হয়েছে। গত সোমবার পাইলট হাইস্কুল হলরুমে এ প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। প্রমিত বাংলা পরিষদ ঢাকার উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রমিত বাংলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন মল্লিক, মুন্সি আব্দুস সাত্তার বাংলা পরিষদের সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মনজুর রহমান আজাদ ও দর্শনা ডিএস মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন। মুন্সি আব্দুস সাত্তার বাংলা পরিষদের সহযোগিতায় ও দিনা এ্যাডের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনা এ্যাডের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম আর বাবু। দিন ব্যাপি প্রশিক্ষনে উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদরাসার বাংলা বিষয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রণ করেন। প্রমিত বাংলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন মল্লিক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মনজুর রমান আজাদ,  চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাঈফ ও দর্শনা ডিএস মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন প্রশিক্ষন প্রদান করেন। শেষে প্রশিক্ষনার্থী শিক্ষদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ ােসেন ও উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।