জীবননগর মাধবপুরে ছিনিয়ে নেয়া হলো বেতনের টাকা

 

জীবননগর ব্যুরো: বেতনের টাকা তুলে বাড়ি নিতে পারলো না মিল শ্রমিক মিলন হোসেন (২৫)। টাকা তুলে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পনা মোতাবেক একই গ্রামের পিতা-পুত্র রাস্তায় ব্যারিকেড দিয়ে আহত করে বেতনের সমুদয় টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা ছিনিয়ে নেয়াকালে মিলনকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জীবননগর উপজেলার হাসাদাহ-রায়পুর সড়কের মাধবপুর হেতেমের মোড়ে এ ঘটনা  ঘটে। এ ব্যাপারে গতকাল শুক্রবার জীবননগর থানায় পিতা-পুত্রকে আসামি করে একটি অভিযোগ করা হয়েছে।

জীবননগর থানায় দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, মাধবপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিলন ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে অবস্থিত বিঅ্যান্ডটি ক্যাবল ফ্যাক্টরীতে শ্রমিক হিসেবে কাজ করে। বৃহস্পতিবার তিনি বেতন তুলে রাত ৮টার দিকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় মাধবপুর হেতেমের মোড়ে পৌঁছুলে একই গ্রামের সিরাজুল হকের ছেলে জামাল (২৫) তার গতিরোধ করে। এ সময় জামাল মিলনের নিকট থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে সেখানে জামালের পিতা সিরাজুল হক আসে। এ সময় পিতা-পুত্র দুজন মিলে মিলনকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করার পর তার নিকট থাকা বেতনের ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। আহত মিলনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।