জীবননগর মাইক্রোস্ট্যান্ডে পুলিশের নাকের ডগায় রমরমা জুয়োর আসর

 

জীবননগর ব্যুরো: পুলিশের নাকের ডগায় জীবননগর মাইক্রোস্ট্যান্ডে প্রকাশ্যে চলছে জুয়োর আসর। সকাল থেকে রাত পর্যন্ত মাইক্রো শ্রমিকরা এ জুয়োর আসরে মত্ত থাকেন। কাজকাম ফেলে এ জুয়োর আসরে বসে সর্বস্বান্ত হচ্ছেন শ্রমিকরা। অবিলম্বে এ জুয়োর আসর বন্ধ হওয়া দরকার বলে এলাকাবাসী জানিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জীবননগর মাইক্রোস্ট্যান্ডে পুলিশের নাকের ডগায় বসছে জুয়োর আসর। তাস খেলার মাধ্যমে চলা এ জুয়োর আসরে প্রতিদিন লেনদেন হয় হাজার হাজার টাকা। এক মাইক্রোবাস মালিক অভিযোগ করে বলেন, মাইক্রোবাস-প্রাইভেট শ্রমিকরা সকাল বেলা স্ট্যান্ডে মাইক্রো-প্রাইভেট আনার পর তাসের আসরে বসে পড়ছে। হারছে হাজার হাজার টাকা। জুয়োর আসরে মত্ত থাকার কারণে তারা ঠিকমতো ভাড়াতেও যেতে রাজি হয় না। ফলে বিপদে পড়েছেন মাইক্রোবাস-প্রাইভেট মালিকরা। অবিলম্বে এ জুয়োর আসর বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীসহ ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।