জীবননগর বিজিবি ক্যাম্পের অভিযান : ভারতে পাচারকালে ইলিশ আটক

জীবননগর ব্যুরো: জীবননগর তেঁতুলিয়া সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ইলিশ আটক করেছেন। গতকাল বুধবার বিকেলে দত্তনগর সড়ক থেকে এ ইলিশ আটক করা হয়।

জানা গেছে, জীবননগর সীমান্ত ফাঁড়ি কমান্ডার হাবিলদার সাইফুল ও ল্যান্স নায়েক কাজী আব্দুল হান্নান বিকেলে সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর-জিন্নানগর সড়কের দত্তনগরের সন্নিকটে একটি ভ্যান থেকে ভারতে পাচারমুখি ইলিশ আটক করে। আটককৃত ইলিশ ক্যাম্পে নিয়ে প্রকাশ্য নিলামে জনসাধারণের মাঝে বিক্রি করা হয়।

এছাড়াও দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একই ক্যাম্পের বিজিবি সদস্যরা জীবননগর আঁশতলাপাড়ার মুন্নাফ দর্জির ছেলে চিহ্নিত ফেনসিডিল ও মাদকব্যবসায়ী শাহিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। বিজিবির কাছে গোপন সংবাদ আসে মাদকব্যবসায়ী শাহিনের বাড়িতে একটি চোরাই মোটরসাইকেল ও ফেনসিডিল রয়েছে। কিন্তু বিজিবি অভিযান পরিচালনা করে তা উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছে।