জীবননগর বাসস্ট্যান্ডে সওজের ড্রেন নির্মাণকালে বিচ্ছিন্ন টিঅ্যান্ডটি ক্যাবল অবশেষে মেরামত

জীবননগর ব্যুরো: জীবননগর বাসস্ট্যান্ডে সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়নে পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের মাটি খনন কালে ড্রেজারের ব্যাকেটে টিঅ্যান্ডটি ক্যাবল বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে হাসাদাহসহ ৮২টি টেলিফোন লাইন বিকল হয়ে পড়ে। এ ঘটনার ৪ দিন পর গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামত করে বিচ্ছিন্ন লাইন মেরামত করে চালু করা হয়েছে।

জানা গেছে, জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে ড্রেনের ব্যবস্থা না থাকায় সামান্ন বৃষ্টিতে রাস্তায় হাঁটু পানি জমে চলাচল বিঘ্নিত হয়। সওজের তত্ত্বাবধানে ইতঃপূর্বে টেন্ডারের মাধ্যমে ড্রেন তৈরি করলেও অপরিকল্পিত হওয়ায় তা সমস্যা বাড়িয়ে দেয়। এ অবস্থায় সওজের তত্ত্বাবধানে আবারো গভীর ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। গত মঙ্গলবার ঠিকাদার কর্তৃক ড্রেজার দিয়ে মাটি খননের কাজ শুরু হয়। এ সময় অসাবধানতার কারণে ড্রেজারে টিঅ্যান্ডটির ৮০টি টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবশেষে দীর্ঘ ৪ দিন পর ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামত করে টেলিফোন লাইন সংযোগ ফিরে পায়।