জীবননগর বাঁকায় হাঁস মুরগির সাথে শক্রতা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকায় হাঁস-মুরগির সাথে শক্রতা করা হয়েছে। ধানে বিষ মিশিয়ে রাখায় প্রায় ৭০টির মতো হাঁস-মুরগি ওই ধান খেয়ে মারা গেছে। গত শুক্রবার ধানে বিষ মিশিয়ে হাঁস-মুরগি মারার এ ঘটনা ঘটে। ঘটনা ঘটিয়ে গৃহকর্তা আনিস ও তার স্ত্রী রোকেয়া বিচারের পর বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, জীবননগর বাঁকার আনিসের স্ত্রী রোকেয়া প্রতিবেশীদের হাঁস-মুরগির অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। হাঁস-মুরগি নিধনে তিনি শুক্রবার বিকেলে ধানে বিষ মিশিয়ে ছিটিয়ে রাখেন বলে অভিযোগ। ওই বিষ মিশ্রিত ধান খেয়ে প্রতিবেশীদের ৭০টির মতো হাঁস-মুরগি মারা যায়। সন্ধ্যা পর্যন্ত ৭টি মুরগি মারা গেলে এ নিয়ে রাতেই সালিস বসে। সালিসে এ দম্পতিকে ১ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সকাল হলে প্রতেবেশীরা দেখতে পান তাদের ঘরের অধিকাংশ হাঁস-মুরগি মারা গেছে। এ খবর পাওয়ার পর এ দম্পতি সকালে বাড়ি ছেড়ে পালিয়েছে বলে খবর পাওয়া গেছে।