জীবননগর বাঁকায় শিক্ষকদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

 

জীবননগর ব্যুরো: পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাঁকা ইউনিয়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা বিষয়ক কার্যক্রমের আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত শিক্ষকদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বাঁকা ইউনিয়ন ওয়েভ ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

৫ দিনের এ মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, নারী উন্নয়ন কর্মী ফাতেমা জোহরা ও বাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য শাহাবুদ্দিন। ওয়েভ ফাউন্ডেশনের বকুল আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণের মূল উপপাদ্য তুলে ধরে বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির বাঁকা ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুল ইসলাম। প্রশিক্ষণে বাঁকা ইউনিয়নে নিয়োজিত মাঠ পর্যায়ের ২৬ কেন্দ্রের ২৬ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান প্রথম দিন মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।