জীবননগর বাঁকায় বিনা মূল্যে হার্টের ফ্রি চিকিৎসা প্রদান

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে হার্টের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে দরিদ্র রোগীদের বিনামূল্যে দেয়া হয়েছে ওষুধ সামগ্রী। গতকাল সোমবার বাঁকা ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়েভ ফাউন্ডেশন ও বাঁকা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র আর্থিক সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির দিনব্যাপী এ হার্টের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

বাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিনের সভাপতিত্বে হার্ট চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. পরিতোষ কুমার ঘোষ। বক্তব্য রাখেন বাঁকা ইউনিয়ন পরিষদের সচিব শাহীন মোল্লা ও অধুনালুপ্ত বৃহত্তর বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

ফ্রি এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন ডা. পরিতোষ কুমার ঘোষ। ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সহকারী সিরাজুম মুনিরাসহ স্বাস্থ্য সেবিকাগণ। হার্ট চিকিৎসা ক্যাম্পে বাঁকা ইউনিয়নের সুবিধা বঞ্চিত প্রায় দুশতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা নেন। চিকিৎসার পাশাপাশি ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র রোগীদেরকে বিভিন্ন ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।