জীবননগর পৌর আমিন কুদ্দুছের বিরুদ্ধে জরিপ প্রতিবেদনে স্বাক্ষর বিনষ্ট করার অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর পৌর আমিন আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে অভিযোগ উঠেছে- জমি জরিপের প্রতিবেদনে বিবাদী আবুল হাশেম শিকদারের সাথে যোগসাজশ করে তার স্বাক্ষর বিনষ্ট করেছে। এ ব্যাপারে সুবিচার চেয়ে গতকাল রোববার পৌর মেয়রের নিকট অভিযোগ করা হয়েছে।

জীবননগর বাঁকা মাঠপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে আবুল হাসেম শিকদার অভিযোগ করে বলেছেন, জীবননগর শহরের দত্তনগর সড়কে তাদের শরিকানার জমি রয়েছে। তিনি ও তার ভাই আবুল হোসেন শিকদার এ জমির অংশীদার। এ জমি হারাহারিভাবে ভাগ করতে গত ২৫ অক্টোবর পৌর কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, হযরত আলী, সামসুজ্জামান হান্নু ও আত্তাব উদ্দিনসহ সুধীজনদের উপস্থিতিতে মাপজোঁক করা হয়। দিন শেষে বাদী ও বিবাদীর সম্মতিতে হাতনকশা করে একটি চূড়ান্ত বিভাজন প্রতিবেদন তৈরি করা হয়। এ প্রতিবেদনে বাদী-বিবাদী, পৌর কাউন্সিলর ও সুধীজনসহ পৌর আমিন আব্দুল কুদ্দুছ স্বাক্ষর করেন। অভিযোগ উঠেছে, চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করার পর পৌর আমিন আব্দুল কুদ্দুছ বিশেষ সুবিধা ভোগ করে প্রতিবেদনটি নিয়ে বিবাদী আবুল হোসেন শিকদারের নিকট যান। তিনি এ প্রতিবেদন হাতে নিয়ে তার স্বাক্ষরটি কেটে দেন। বিষয়টি জানাজানি হলে পৌর পরিষদ হতবাক হয়ে পড়ে। এ অবস্থায় পৌর আমিন আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গতকাল পৌরসভায় অভিযোগ দায়ের করেন বাদী আবুল হাশেম শিকদার।