জীবননগর পৌরসভায় ১০কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৮৮ টাকার বাজেট ঘোষণা

 

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। গতকার বৃহস্পতিবার পৌর মেয়র জাহাঙ্গীর আলম তার অফিসকক্ষে ১০ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৮৮ টাকার এ বাজেট ঘোষণা করেন।  বাজেটে পৌরবাসীর ওপর নতুন করে কোনো করারোপ করা হয়নি। বাজেটে রাজস্ব থেকে ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২১২ টাকা, উদ্বৃত্ত ১ লাখ ৬২ হাজার ৫৮৪ টাকা ও উন্নয়ন প্রাপ্তি থেকে ৮ কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৫৯২ টাকা আয় ও সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে।

ভারপ্রাপ্ত হিসাবরক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় বাজেট অধিবেশনে পৌরসচিব জায়েদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, যুগ্মসাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, শোয়েব আহমেদ আহমেদ, রিজিয়া খাতুন, মাহফুজা খাতুন বিউটি, পরিছন বেগম, আপিল মাহমুদ, আতিয়ার রহমান, খন্দকার আলী আজম, আবুল কাশেম, ওয়াশিম রাজা ও আফতার উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার পর পৌর মেয়র জাহাঙ্গারীর আলম ঘোষিত বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহায়তা কামনা করেন। তিনি বলেন, সময়মতো পৌরকর পরিশোধ করা হলে জীবননগর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করা সম্ভব।