জীবননগর দৌলৎগঞ্জ স্থলবন্দরের কার্যক্রম -চালুর দাবিতে মতবিনিময়সভা অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: উদ্বোধনের প্রায় ৪ বছর পরও দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দরের কার্যক্রম চালু না হওয়ায় হতাশা হয়ে পড়েছেন জীবননগরবাসী। মতবিনিময়সভায় অবিলম্বে এ স্থলবন্দরটির কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন বক্তারা। মতবিনিময়সভায় এছাড়াও উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা উন্নয়নের দাবি জানানো হয়। উপজেলা চেয়ারম্যানের আহ্বানে গতকাল শনিবার দুপুরে কৃষি বিভাগের ট্রেনিং সেন্টারে সর্বদলীয় এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভা হতে দ্রুত এ স্থলবন্দরের কার্যক্রম চালু করতে শক্তিশালী একটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন বিষয়ক এ মতবিনিময়সভায় অবিলম্বে দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দরের কার্যক্রম চালুর দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ন্যাপের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক কাজী বদরুদ্দোজা, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মুন্সী আবু সাঈফ, সোহরাব হোসেন খান, জাকির হোসেন, রুস্তম আলি, দৌলৎগঞ্জ সিঅ্যান্ড অ্যাসেসিয়েশনের সভাপতি মজিবর রহমান বাবলু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক সালাউদ্দীন কাজল ও যুবলীগ নেতা খায়রুল বাশার শিপলু।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় বক্তরা বলেন, সকল আনুষ্ঠানিকতা শেষে ২০১৩ সালের ২৪ আগষ্ট নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দরের ভিত্তিপ্রস্থর স্থাপনসহ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন; কিন্তু অজ্ঞাত কারণে গত প্রায় ৪ বছরেও এ স্থলবন্দরের কার্যক্রম চালু করা হয়নি। দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় পণ্য আমদানী ও রফতানীতে অনেক সুবিধাজনক অবস্থানে থাকা এ বন্দরটির কার্যক্রম অনতিবিলম্বে চালুর জন্য মতবিনিময়সভা হতে সংশ্লিষ্ট দফতরসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করা হয়েছে।