জীবননগর গঙ্গদাসপুরে বাড়ির মালামাল লুটের অভিযোগ?

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে ভূমিহীনপাড়ায় জোড়া হত্যাকাণ্ডের আসামি আবু বকর সিদ্দিকীর বাড়ির মালামাল লুট করা হয়েছে। গত রোববার আসবাবপত্র, অলঙ্কার, দরজা, লোহার গেটসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের সম্পদ প্রতিপক্ষ গ্রুপের আসিফ, আমির ও শামীমের নেতৃত্বে এ লুটতরাজ করা হয়েছে। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সোমবার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন।

আবু বকর সিদ্দিকী তার লিখিত অভিযোগে বলেছেন, চলতি বছরের ৪ জানুয়ারি বিরোধপূর্ণ ভূমিহীনপাড়ায় রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালিয়ে ২ জনকে হত্যা করে। খুন হওয়া ব্যক্তিদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মামলা জলছে। এ অবস্থায় আমি এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ নির্যাতন করা হয়। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে অন্যত্র চলে যায়। এ অবস্থায় আমার বাড়ি থেকে একই গ্রামের আসিফ, অঅমির, শামীম, পলাশ, আলম, জুলু, জামাল, আসাদুল, বিপ্লব, রাজন, আলী আহাম্মদ সঙ্ঘবদ্ধভাবে হামলা চালিয়ে আমার বাড়ি থেকে ৩টি খাট, ২টি ড্রেসিং টেবিল, কাঠের বাক্স, টেলিভিশন, ৩টি সিলিং ফ্যান, পানির পাম্প, টিউবওয়েল, প্লাস্টিক পাইপ, টেবিল-চেয়ার, সোনার আংটি ও চেন লুট ও ৩টি কাঠের দরজা ও একটি লোহার গেট ভেঙে নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা বলে দাবি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি ইউএনও বরাবর অভিযোগ করেছেন বলে জানা গেছে।