জীবননগর কুলতলা হঠাতপাড়ায় মোবাইলফোন চুরিকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার কুলতলা হঠাতপাড়ায় মোবাইলফোন চুরিকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটেছে। চোরের ফেলে যাওয়া স্যান্ডেল নিয়ে চোর শনাক্ত করতে গিয়ে নিরীহ ছেলের দোষরোপ করায় অভিভাবক মহল ক্ষুদ্ধ হয়ে উঠে। গতকাল বুধবার বিকেলে চোর শনাক্ত করে চুরি যাওয়া মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কুলতলা হঠাতপাড়ার বিদুত মিস্ত্রি আব্দুল হোসেনের বাড়ি থেকে গত মঙ্গলবার দিনগত রাতে তার মেয়ে শতাব্দী খাতুনের মোবাইলফোন চুরি হয়। চোর মোবাইল নিয়ে স্যান্ডেল ফেলে যায়। ফেলে যাওয়া স্যান্ডেল ও হাতচালান দিয়ে রাতে প্রতিবেশী শহিদুল ইসলামের ছেলে সুজনকে দোষরোপ করা হয়। এ নিয়ে ঘটে লঙ্কাকাণ্ড। গতকাল বিকেলে আব্দুল মিস্ত্রির লোকজন সন্দেহজনকভাবে নিশ্চিন্তপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জসিমকে খয়েরহুদা গ্রামে আটক করে। তার স্বীকারোক্তি মতে তার স্ত্রীর নিকট থেকে চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করা হয়। এদিকে নিরীহ ছেলে সুজনকে দোষরোপ করায় তার ক্ষুদ্ধ পিতা শহিদুল ইসলাম সমাজপতিদের নিকট বিচার দাবি করেছেন।