জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সভাপতিসহ দুজন সদস্যকে কমিটি থেকে বাদ দেয়ার দাবি জানানো হয়েছে। জীবননগর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি পদে পার্শ্ববর্তী উপজেলার একজন বিতর্কিত মুক্তিযোদ্ধাকে নিয়োগ দেয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের ভেতর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উপজেলার ২৫ জন মুক্তিযোদ্ধা বিতর্কিত ব্যক্তিদের কমিটির সভাপতি ও সদস্য পদ থেকে নাম প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি হিসেবে দামুড়হুদা উপজেলার বিতর্কিত মুক্তিযোদ্ধা রহমতুল্লাহকে নিযুক্ত করা হয়েছে। নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে তাকে নিয়ে রয়েছে বিতর্ক। অথচ জীবননগর উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি পদে তাকে নিযুক্ত করায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ জীবননগর উপজেলার যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো তাদের কাউকেই তিনি চেনেন না। সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দেয়ায় এলাকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশ কাটিয়ে বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভূক্তির চেষ্টা করবে। এছাড়াও কমিটির অপর দুই সদস্যের মধ্যে বর্তমান কমান্ডার সামসুল আলম ছাত্তার ও আব্দুল মোতালেবের বিরুদ্ধেও বিতর্কিত মুক্তিযোদ্ধার অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধারা দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে স্থানীয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও সদস্য মনোনীত করার দাবি জানানো হয়েছে।