জীবননগর উপজেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলন

রশিদ সভাপতি আলম সম্পাদক নির্বাচিত

 

জীবননগর ব্যুরো: মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম সে পরাজিত শক্তিকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া যে ষড়যন্ত্র শুরু করেছেন এদেশের মানুষ তা প্রতিহত করবে। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালিত হবে। কৃষকের উৎপাদিত পণ্যের নূন্যতম লাভজনক মূল্য নির্ধারণ করতে হবে।

আব্দুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চুন্নু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে কোনো আপস নয়, দেশ পরিচালিত হবে মুক্তিযুদ্ধোর চেতনায় বিশ্বাসী শক্তি দ্বারা এবং বিরোধীদলে থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. হাজি আকসিজুল ইসলাম রতন, আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান জাসদ নেতা এম সবেদ আলী, ঝিনাইদহ জেলা জাসদের যুগ্মসাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু।

সম্মেলন শেষে আব্দুর রশিদকে সভাপতি, শামসুল আলমকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের জীবননগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আকবর আলী, হযরত আলী, আকরাম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম মন্টু, দফতর সম্পাদক মোক্তাছুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন-অর-রশিদ, জনসংযোগ সম্পাদক রাসেল হোসেন, সমাজসেবা সম্পাদক আল যুবায়ের তমাল, শ্রম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, কৃষি, সমবায় ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক সুজা উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক আশানুজ্জামান মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবজাল হোসেন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সংখ্যালঘু ক্ষুদ্র জাতিসত্ত্বা ও আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক গোপাল বিশ্বাস, পরিবেশ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম।