জীবননগর আনছারবাড়িয়া রেলস্টেশনে সুধি সমাবেশ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আনছারবাড়িয়া রেলস্টেশন মাদকমুক্ত ঘোষণা, স্টেশন কলাহাটের বহিরাগত ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আন্ত:নগর কপোতক্ষ ট্রেনের যাত্রাবিরতি, প্লাট ফরমের ওপর দিয়ে বাইসাইকেল, মোটরসাইকেল ও ভ্যানগাড়ি অবাধ চলাচল বন্ধ, রেলস্টেশন ও কলাহাটের সার্বিক উন্নয়নের দাবিতে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্টেশন চত্বরে এ সমাবেশ অনষ্ঠিত হয়। স্টেশন মাস্টার মিন্টু রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম মোক্তার। বন্ধু কল্যাণ সংগঠন আয়োজিত সমাবেশে খান তারিক মহামুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনিয়ন লোকর্মোচার সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক নারায়ণ ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ আতিয়ার রহমান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি এসএম আশরাফুল ইসলাম টিপু, সাবেক ইউপি সদস্য খন্দকার নাসির উদ্দিন সোহাগ, বন্ধু কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা ফয়েজ আহম্মদ প্রমুখ। এ সময় আকস্মিক জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতান লাকী সমাবেশে উপস্থিত জনতার সাথে একাত্ম ঘোষণা করেন বক্তব্য রাখেন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আন্দুলবাড়িয়া বাজারের ব্যবসায়ী আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, আব্দুর রশিদ, শেখ হাফিজুর রহমান, আশরাফুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি আনছারবাড়িয়া রেলস্টেশন মাদকমুক্ত ঘোষণাসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জীবননগর উপজেলা মোটর মালিক সমিতির কার্যনিবাহী কমিটির সদস্য জামিরুল খান যাত্রী সাধারনের বিনোদনের জন্য একটি টিভি ও অন্যান ব্যবসায়ীরা ৮টি বৈদুতিক ফ্যান দেন।